ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ডিএমপি’র নতুন কমিশনার বেনজীর আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
ডিএমপি’র নতুন কমিশনার বেনজীর আহমেদ

ঢাকা : ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বেনজীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান ডিএমপির কমিশনার একএম শহিদুল হক পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন।



সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বাংলানিউজকে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সবাইকে তার নতুন পদে দায়িত্ব পালনের সহযোগিতার আহ্বান জানান।

বেনজির আহমেদ পুলিশ সদরদপ্তরে ডিআইজি প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ৫৫ জনকে বিভিন্ন পর্যায়ে বদলী ও রদবদল করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহসান।

সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান। সিআইডির অতিরিক্ত আইজি সৈয়দ শাহ জামান রাজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। নাটোরের এসপি রফিকুল ইসলামকে ওএসডি করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আমিনুল ইসলামকে সারদা পুলিশ একাডেমির কমান্ডেন্ট, সিআইডির ডিআইজি নাজমুল হককে ঢাকার এপিবিএনে, ঢাকা এপিবিএনের মাহবুব মহসীনকে সিআইডির ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়াকে ঢাকার রেঞ্জের ডিআইজি, সারদা পুলিশ একাডেমির কমান্ডেন্ট আবদুস সালামকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি (চলতি দায়িত্বে), আরএমপির কমিশনার নওসের আলীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে), কেএমপির কমিশনার হেলাল উদ্দীন বদরীকে পুলিশ সদরদপ্তরে ডিআইজি, এসএমপির কমিশনার আফতাব উদ্দিনকে র‌্যাবের এডিজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবাইদুল্লাহকে আরএমপির কমিশনার (চলতি দায়িত্বে), সিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডলকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে), ডিএমপির যুগ্ম কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়াকে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ওএসডি হওয়া কর্মকর্তা মোজাম্মেল হোসেনকে সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল (চলতি দায়িত্বে) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লার এসপি শফিকুল ইসলামকে সিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্বে)। জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত জিএম আজিজুর রহমানকে কেএমপি, মোর্শেদ আনোয়ার খানকে আরএমপি, আরএমপির সাজ্জাদুর রহমানকে চাপাইনবাবগঞ্জের এসপি, গাইবান্ধার এসপি শাহাদত হোসেনকে সিলেট আরআরএফে, ডিএমপির এডিসি আতিকা ইসলামকে ডিএমপির ডিসি (চলতি দায়িত্বে), ডিএমপির এডিসি রুহুল আমীনকে ডিএমপির ডিসি (চলতি দায়িত্বে), রংপুর পুলিশ প্রশিণ কেন্দ্রের বাসুদেব বণিককে গাইবান্ধার এসপি, ওএসডি মোর্শেদ আলমকে পুলিশ প্রশিণ কেন্দ্র বেতবুনিয়াতে, নরসিংদীর অতিরিক্ত এসপি এজাজ আহমেদকে বিএমপি, টেলিকমের অতিরিক্ত এসপি রফিকুল হাসান গণিকে টেলিকমের এসপি (চলতি দায়িত্বে), পুলিশ সদরদপ্তরের মাহফুজুর রহমানকে এআইজি (চলতি দায়িত্বে), পুলিশ সদরদপ্তরের এআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেলকে ডিএমপিতে, পুলিশ সদরদপ্তরের এসএম নজরুল ইসলামকে বিশেষ শাখায়, পুলিশ সদরদপ্তরের এআইজি (ইন্টারপোল) হাসিব আজিজকে এপিবিএনের অধিনায়ক, এপিবিএনের অধিনায়ক মোশফেকুর রহমানকে পুলিশ সদরদপ্তরে, আরএমপির ডিসি জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে পাবনার এসপি, পটুয়াখালির এসপি শৈবাল কান্তি চৌধুরীকে সিআইডিতে, মিশন থেকে ফেরত আব্দুর রাজ্জাককে জামালপুরের এসপি,  আরএমপির ডিসি প্রলয় সিসিমকে মাগুরার এসপি, ডিএমপির এডিসি মনির হোসেনকে ডিএমপির ডিসি, লীপুরের এসপি নজরুল হোসেনকে এসসবিতে, মিশন থেকে ফেরত একরামুল হাবীবকে কুষ্টিয়ার এসপি, পুলিশ সদরদপ্তরের হাবিবুর রহমানে লালমনিরহাটের এসপি, মিশন থেকে ফেরত আজাদ মিয়াকে পটুয়াখালীর এসপি (চলতি দায়িত্বে), বিএমপির ডিসি মনিরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে, কুষ্টিয়ার এসপি শাহাবুদ্দিন খানকে কুমিল্লার এসপি, মিশন থেকে ফেরত কামরুল আহসান যশোরের এসপি, যশোরের এসপি দিদার আহমেদকে কেএমপিতে, ঢাকার অতিরিক্ত এসপি মোজাম্মেল হককে জয়পুরহাটের এসপি (চলতি দায়িত্বে), পুলিশ সদরদপ্তরের শাহরিয়ারকে মেহেরপুরের এসপি, পিরোজপুরের এসপি এজেএম নাফিউল ইসলামকে এসবিতে, সাতীরার এসপি এসএম মনিরুজ্জামানকে পিরোজপুরের এসপি, নেত্রকোনা এসবির অতিরিক্ত এসপি সাতীরার এসপি (চলতি দায়িত্বে), ঠাকুরগাঁও-এর এসপি বিএম হারুনর রশিদকে আরআরএফের কমান্ডেন্ট, হবিগঞ্জের এসপি মোহাম্মদ আলী মিয়াকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময় : ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।