ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাগঞ্জে ট্রেনে কাটা পড়ার ঘটনায় ২টি তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
সিরাগঞ্জে ট্রেনে কাটা পড়ার ঘটনায় ২টি তদন্ত কমিটি

খালেদা জিয়ার গাড়ি বহর থেকে : সিরাজগঞ্জের সয়দাবাদে সোমবার দুপুরে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হওয়ার ঘটনায় ৪ ও ৫ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ ওই কমিটি দুটি গঠন করেছে।



সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, ‘দুর্ঘটনা তদন্তে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ’

একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের অতিরিক্তি মহাপরিচালক টিএ চৌধুরী।

এদিকে রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আক্তার উজ্জামান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও রেল বিভাগের সচিব ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময় : ২২২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।