ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ

জামাল হোসেন বিষাদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

নোয়াখালী: নোয়াখালীতে সাজাপ্রাপ্ত এক আসামি রায় ঘোষণার পরপর এজলাসে বসা বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কৌসুলি বাংলানিউজকে জানান, সোমবার  দুপুরে নোয়াখালীর বিশেষ ট্রাইবুনালের বিচারক ও ৩য় যুগ্ম জেলা দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালতে আগ্নেয়াস্ত্র মামলার রায় ঘোষণার পর কাঠগড়া থেকে নেমেই আলাউদ্দিন নামে দণ্ডিত আসামি এজলাসে বসা বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে।



প্রত্যদর্শীরা জানান, তবে জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এজলাসের বাইরে গিয়ে পড়ে। এসময় উপস্থিত লোকজন ডাণ্ডাবেড়ী পরিহিত আলাউদ্দিকে টানাহেঁচড়া করে আদালতের বারান্দায় এনে গণধোলাই দেয়।

পরে পুলিশ এসে আলাউদ্দিকে উদ্ধার করে নিয়ে যায়।

জানা যায়, ২০০৮ সালের ২৭ নভেম্বর হাতিয়া উপজেলার নলেরচরের শান্তিপুর নৌঘাটে ডাকাতির প্রস্তুতিকালে একটি এলজি ও দুই রাউণ্ড গুলিসহ আলাউদ্দিন (৩০), জাহাঙ্গীর (৩০) ও জসিম উদ্দিনকে(২৮) গ্রেপ্তার করে পুলিশ।
 
এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার বিচারক আসামিদের মধ্যে আলাউদ্দিনকে ১২ বছর, জাহাঙ্গীর ও জসিমকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।