ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে মিলল মানুষের খণ্ডিত পা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ধানমন্ডিতে মিলল মানুষের খণ্ডিত পা

ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেকপাড়ের একটি ময়লার স্তূপের পাশ থেকে মানুষের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, কোনো হাসপাতাল থেকে অস্ত্রোপচারের পর সেই খণ্ডিত পা ফেলে যায়।

কারণ সেটা ব্যান্ডেজ করা ছিল।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, ধানমন্ডি এলাকার একটি ময়লার স্থানের পাশের লেকপাড় থেকে গতকাল শনিবার সন্ধ্যার পরে ওই খণ্ডিত পা উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালে অস্ত্রোপচারের পরে ব্যান্ডেজ করা খণ্ডিত পা-টি ফেলে যাওয়া হয়। তবু অন্য কোনো বিষয় আছে কি-না তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।