ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, সেপ্টেম্বর ২৩, ২০২৩
অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে দেশি-বিদেশি ছয়টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী নাসির উদ্দিনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

তিনি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে।

র‍্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শার্শা উপজেলার কুখ্যাত সন্ত্রাসী নাসির উদ্দিন বাগ আঁচড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি রিভলভারসহ মোট ছয়টি দেশি-বিদেশি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র চোরাচালান আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।  

তিনি আরও জানান, কুখ্যাত সন্ত্রাসী নাসিরের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, একটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও একটি হত্যাচেষ্টা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন আছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।