ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, সেপ্টেম্বর ২৩, ২০২৩
নওগাঁয় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

নওগাঁ: মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)। অপরজন হলেন পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বাড়ির পাশে ধানক্ষেতে বেশ কয়েকজন আদিবাসী নারী-পুরুষ কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই শ্রীমতি ও সবানীর মৃত্যু হয়। এ সময় আরও এক নারী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় রফিকুলের। পোরশা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুপুরে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান রফিকুল ইসলাম। বৃষ্টি শুরু হয় এ সময়, এক পর্যায়ে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।