ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মন্ত্রীর আশ্বাসে ফিজিওথেরাপির শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: আগামী ১৪ দিনের মধ্যে কলেজের নির্মাণ কাজ শুরুর আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা।
 
আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক অনশনরত শিক্ষার্থীদের এ আশ্বাস দেন।


 
গত ২১ জুন থেকে ফিজিওথেরাপির শিক্ষার্থীরা কলেজ নির্মাণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন।
 
বাংলাদেশ ফিজিওথেরাপি স্ট্যুডেন্ট ইউনিয়নের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান জানান, আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শহীদ মিনারে গিয়ে ১৪ দিনের মধ্যে কলেজ নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন। মন্ত্রীর ওই আশ্বাসে অনশন প্রত্যাহার করা হয়।

তবে নির্মাণ কাজ শুরু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।

১৯৯৮ সালে কলেজ নির্মাণের প্রকল্প নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও নির্মাণকাজ শুরু হয়নি। ২০০৯ সালের ১০ জুন স্বাস্থ্যমন্ত্রী কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ৩১ জুলাই ২০০৯ এর মধ্যে কাজ শুরুর আশ্বাসও দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

 বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০১০
এএডি/বিকে/জেডএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।