ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
তেজগাঁওয়ে প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে মগবাজার এলাকার প্রেয়সী বার থেকে বের হয়ে মামুন (৫৪) তার দুই সহযোগী খোকন (৩৭) ও মিঠু (৫২)সহ প্রাইভেটকারে মামুনের তল্লাবাগ বাসায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চল থানা সিটি পেট্রল পাম্পের মাঝামাঝি রাস্তার সামনে মেইন রোডে পৌঁছালে অজ্ঞাতনামা চারটি মোটরসাইকেলেযোগে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকার থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লেও মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে পিঠে ও ঘাড়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ পথচারী ভুবন চন্দ্র শীলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। আরেক পথচারী আরিফুল হক সামান্য আহত হন।

মাজহারুল ইসলাম জানান, সন্ত্রাসী মামুন দীর্ঘ ২৬ বছর জেল খেটে কিছুদিন আগে বের হয়েছেন। তার দুই সহযোগীকে নিয়ে প্রাইভেটকারে করে যাওয়ার সময় অপর সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালায়। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

এদিকে আহত ভুবন চন্দ্র শীলের ভাবি জয়শ্রী রানী জানান, তার বাড়ি নোয়াখালীর মাইজদী। বর্তমানে মতিঝিলের আরামবাগে একটি মেসে থাকেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে। রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান ভুবন গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তারা ঢাকা মেডিকেলে গিয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাকে। পরে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।