ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেওড়াপাড়ায় গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শেওড়াপাড়ায় একটি গার্মেন্টের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিকাল সাড়ে ৩টা থেকে শ্রমিকরা কারখানা ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।

এক পর্যায়ে মিরপুর-ফার্মগেট সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আউটরাইট ফ্যাশন নামের এ গার্মেন্টের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকাল পৌনে ৫টায় মিরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে।

তিনি আরও জানান, গার্মেন্ট কারখানাটি কাফরুল থানার অধীনে হওয়ায় মিরপুর ও কাফরুল উভয় থানার পুলিশ সদস্যরা এ এলাকায় অবস্থান করছেন।

বাংলাদেশ সময় ১৬৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১০
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।