সাভার, (ঢাকা): সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে মারধর করে তুলে নেওয়ার সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আশুলিয়া থানা থেকে ঢাকা আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কোণাবাড়ি এলাকার মৃত আবুল হাশেমের ছেলে শেখ মো. মোজাম্মেল হক (৫৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলতাফ আলীর ছেলে সোহেল রানা (৩৮), গাজীপুরের কাপাসিয়ার সাহাবুদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দীক (৪৮) ও ফরিদপুরের বোয়ালমারীর হাটখোলার চড় এলাকার আব্দুর রহমানের ছেলে সুলতান (৩৩)। তারা সবাই বর্তমানে গাজীপুরের কোণাবাড়ি এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী আলমগীর হোসেন (৩০) নীলফামারীর ডিমলার ছামিনুর ওরফে আমিনুরের ছেলে। বর্তমানে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডে ভাড়া বাসায় বসবাস করেন এবং পেশায় রেন্ট-এ-কার চালক।
মামলার সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগীর ভাড়া বাসায় একটি প্রাইভটেকার নিয়ে উপস্থিত হন আসামিরা। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ পরিচয় দেওয়া চারজনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ বাংলানিউজকে বলেন, ভুক্তভোগীর বাসা গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন ওই চার আসামি। তবে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি ভুক্তভোগী পরিবারকে। তারা বিষয়টি স্থানীয়দের জানান। পরে তারা ওই চারজনকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশের খবর দেয়। খবর পেয়ে তাদের আটক করা হয়। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসএফ/এএটি