ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শেষ হলো জাতীয় সংসদের ২৪তম অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, সেপ্টেম্বর ১৪, ২০২৩
শেষ হলো জাতীয় সংসদের ২৪তম অধিবেশন

ঢাকা: শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। গত ৩ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল।

এবারের অধিবেশন মোট নয় কার্যদিবস চলে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে অধিবেশন শেষ সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

সংসদের এ অধিবেশনে মোট ১৮টি বিল পাস হয়। এর এর মধ্যে সবচেয়ে আলোচিত বিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩। এছাড়া জাতীয় পররিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২৩ পাস হয়। সংসদের অধিবেশনে আরও ১৭টি বিল উপস্থাপন করা হয়েছে, যা আগামী অধিবেশনে পাসের অপেক্ষায় রয়েছে। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।