ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

কৃষি মার্কেটে আগুন: মানবিক সহায়তায় আনসার সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, সেপ্টেম্বর ১৪, ২০২৩
কৃষি মার্কেটে আগুন: মানবিক সহায়তায় আনসার সদস্যরা ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ প্লাটুন অঙ্গীভূত আনসার এবং দুই প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়।

এছাড়া এজিবির পরিচালক রাজীব হোসাইনসহ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছেন।

অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা দেওয়া, উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের মধ্যে বাহিনীর পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।

আনসার সদস্য মোতায়েনের পর থেকে তারা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপণের কাজে সহায়তা দেয়। বিভিন্ন দোকান থেকে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করে।

একইসঙ্গে বহিরাগত ব্যক্তি যাতে মার্কেটের ভেতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে। এছাড়া জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নামীয় তালিকা তৈরিতে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেছে এজিবি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।