ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নির্বাচনী ইশতেহারে পানি নিষ্কাশন বিষয়ে অগ্রাধিকার দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, সেপ্টেম্বর ১৪, ২০২৩
নির্বাচনী ইশতেহারে পানি নিষ্কাশন বিষয়ে অগ্রাধিকার দিতে হবে

খুলনা: খুলনায় নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারমূলক বিষয় সংযুক্তি ও অধিপরামর্শে ও কৌশল নির্ধারণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় নির্বাচনী ইশতেহারে পানি-বর্জ্য ও পয়োনিষ্কাশন বিষয়ে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর সুশীলনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মনিটরিং অ্যান্ড অ্যাডভোকিসে অফিসার নূর নবী প্রিন্সের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের কো-অর্ডিনেটর নিখিল চন্দ্র ভদ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের খেলাধুলা ও সাংস্কৃতিক সচিব শাকিলা পারভীন, খুলনার স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয়, সাংবাদিক, তরুণ যুবসমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাসহ এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত ও সুশীলন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সূচনা হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অগ্রাধিকারমূলক ইস্যু ও অ্যাডভোকেসি কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের সমন্বয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোস্তফা নুরুজ্জামান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে পানি-বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থা দেশের নিম্ন শ্রেণী-পেশার মানুষের মাঝেও সচেতনতা ও অধিকার নিশ্চয়তা জরুরি। এই প্রকল্পের আওতায় আমরা সেই বিষয়টি ত্বরান্বিত করার চেষ্টা করছি। আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারেও এসব বিষয়গুলো সংযুক্ত করার চেষ্টা করছি।

নিখিল চন্দ্র ভদ্র বলেন, আগের বাস্তবায়িত কাজগুলো আমাদের চিন্তার অধিক বেশি বাস্তবায়িত হয়েছে, যা খুবই প্রশংসার দাবিদার। আজ খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আশা করছি, পরবর্তী কার্যক্রম আরও অধিক বেশি ফলপ্রসূ হবে। আর আমাদের পক্ষ হতে সর্বাধিক সহায়তা থাকবে।

অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান বলেন, পানি ও বর্জ্য নিষ্কাশন বর্তমানে একটি বানিং ইস্যুর সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থায়ীকরণ অত্যন্ত জরুরি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।