ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড: মার্কেটের ভেতরে ঢুকছে বি‌জি‌বি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, সেপ্টেম্বর ১৪, ২০২৩
মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড: মার্কেটের ভেতরে ঢুকছে বি‌জি‌বি ছবি: বাংলানিউজ

ঢাকা: মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার প্রায় ১২ ঘণ্টা হ‌তে চলেছে। ফায়ার সা‌র্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বা‌হি‌নী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও এখনও পু‌রোপু‌রি নে‌ভে‌নি আগুন।

এখনও ধোঁয়ায় আচ্ছন্ন হ‌য়ে আছে মোহাম্মদপু‌রের আকাশ। এরই মধ্যে আগুন আছে কিনা পরীক্ষা কর‌তে মা‌র্কেট‌টির ভেতরে প্রবেশ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশের (‌বি‌জি‌বি) এক‌টি দল।

বৃহস্প‌তিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মি‌নি‌টে বি‌জি‌বির দল‌টিকে মার্কেটের ভেতরে প্রবেশ ক‌রতে দেখা যায়।

এই আগুনে ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন। সংস্থাটি জানায় মার্কেটটিতে ৩১৭টি দোকান ছিল।

এরআগে, বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে একটি ইউনিট এলেও মার্কেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি সদস্যরা। যে কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে, পৌনে ৬ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ও ১৩৭ জন কর্মী। আগুন নির্বাপণে এখনও আমাদের টিম কাজ করে যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল। এছাড়া আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র‌্যাব, বিজিবি, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।