ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ক্রেতা-বিক্রেতার সঙ্গে প্রশাসনের সচেতনতা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, সেপ্টেম্বর ১১, ২০২৩
চুয়াডাঙ্গায় ক্রেতা-বিক্রেতার সঙ্গে প্রশাসনের সচেতনতা সভা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ক্রেতা-বিক্রেতার সঙ্গে সচেতনতা সভা করেছে প্রশাসনের কর্মকর্তারা। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিচের বাজারে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ব্যবস্থা ও কৃষি বিপণনে শুদ্ধাচার বিষয়ক এ সচেতনতামূলক সভার ব্যবস্থাপনা করে জেলা প্রশাসন।

সভায় ব্যবসায়ী ও ভোক্তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। উভয় পক্ষই নিজেদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ বিষয়ক বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, শৃঙ্খলা ছাড়া ব্যবসায় উন্নতি যেমন সম্ভব নয়, তেমনি সুন্দরভাবে বেঁচে থাকাও কঠিন। শৃঙ্খলা আমাদের সবার হাতে। শৃঙ্খলার মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব।

জেলা প্রশাসক বলেন, আমরা সবাই একজন ভোক্তা। যিনি ব্যবসায়ী তিনিও কিন্তু একজন ভোক্তা। ভোক্তা এবং বিক্রেতাদের মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেজন্য চার দেয়ালের মধ্যে না থেকে স্পটে চলে এসেছি। আমরা মানুষের কথা জানতে চাই, এজন্য সরেজমিন এমন আয়োজন করা হয়েছে।

জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।