ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পিরোজপুরের জিয়ানগরে দুর্গা প্রতিমা ভাঙচুর

রশিদ আল মুনান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার দিনগত রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া চরবলেশ্বর চণ্ডীপুর দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।



এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ কর্মকার বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তিনি অন্য একটি স্থানে পূজা সংক্রান্ত সভা করছিলেন। সেখান থেকেই তিনি রাত সাড়ে ১০টার দিকে প্রতিমা ভাঙার সংবাদ পান। দ্রুত এসে দেখেন মন্দিরের ৮টি প্রতিমাই ভেঙে ফেলা হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে তারা কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান মন্দির কমিটির সভাপতি।

পিরোজপুরের পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম বেলা সাড়ে ১১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।