ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

পাবনা: পাবনার আতাইকুলা থানার সড়ভবানীপুর গ্রামে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (২৭) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ রোববার রাত সাড়ে ১১টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের সড়ভবানীপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসির ধারণা, এলাকার চরমপন্থি দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে রেখে গেছে।

নিহত ব্যক্তির ঘাড়, মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর সময় পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad