ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: বান্দরবানের ৩৫ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

এস বাসু দাশ, বান্দরবান প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বান্দরবান: বিডিআর বিদ্রোহে অংশ নেওয়া পার্বত্য জেলা বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটেলিয়নের অভিযুক্ত ৩৫ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হচ্ছে। স্যা নেওয়া ও জেরার জন্য তাদের সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে আদালতে হাজির করা হয়।



আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সুবেদার সুলতান।

এর আগে রোববার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিডিআর বিদ্রোহের বিচারে স্থাপিত বিশেষ আদালতে (চট্টগ্রাম-১৬) বিচার কাজে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন কর্নেল মো. বশিরুল ইসলাম পিএসসি। এছাড়া সহযোগী হিসেবে ডেপুটি আ্যাটার্নি জেনারেল গৌতম কুমার রায়, সদস্য হিসেবে লে. কর্নেল মো. আব্দুর রউফ ও  মেজর এম এ রকিব দায়িত্ব পালন করছেন।

প্রসিকিউটর হিসেবে রয়েছেন ১০ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল আলম এবং তাকে সহায়তা করছেন আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান এবং বেলায়েত হোসেন।

বান্দরবানের বলিপাড়ার ১১০ বিডিআরের মধ্যে বিডিআর বিদ্রোহের আইনে বিভাগীয় মামলায় ৩৫ জনের বিরুদ্ধে এ বিচার চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।