ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী আকছেদ আলী এনকাউন্টারে নিহত

জুলফিকার আলী কানন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী আকছেদ আলী এনকাউন্টারে নিহত

ঢাকা : র‌্যাব ও পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠন এমএল লাল পতাকার শীর্ষ সন্ত্রাসী আকছেদ আলী (৪৮)।

রোববার রাত সাড়ে তিনটার দিকে মেহেরপুর গাংনী থানায় এ ঘটনা ঘটে।



মেহেরপুর র‌্যাব-৬ এর কমান্ডার জাহিদুল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলানিউজকে জানান, ‘টহলের সময় থানার বারাদী রোডের মহিষাখুলা এলাকায় পুলিশ ও র‌্যাবকে লক্ষ্য করে আকছেদ বাহিনী গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ ও আকছেদ বাহিনীর মধ্যে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় আকছেদ আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ আকছেদ আলীর লাশ উদ্ধার করে। একই সঙ্গে একটি বিদেশি রিভলবার, একটি এলজি শার্টারগান, ৪ রাউন্ড গুলি, ৩০ রাউন্ড গুলির খোসা, চারটি মোবাইল সেট ও ৭টি সিমকার্ড উদ্ধার করে পুলিশ।

গুলি বিনিময়ের ঘটনায় পুলিশ কনেস্টবল কামরুল ইসলাম ও র‌্যাবের কনেস্টবল আনোয়ার ইসলাম আহত হন।

পুলিশ জানায়, ‘আকছেদ আলীর বিরুদ্ধে ৭টি খুনের মামলাসহ মোট ৯টি  মামলা রয়েছে। ’

আকছেদ আলীর গ্রামের নাম আড়পাড়া। পিতার নাম বারিকুল ইসলাম। তিনি পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি ছিলেন।

বাংলাদেশ সময় : ০৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।