ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমিনবাজার ট্রাজেডি: বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না আরিফের

হাসান জামিল শিশির, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

সালেহপুর ব্রিজ থেকে: টগবগে তরুণ আরিফুল ইসলাম। বয়স ১৯ কি ২০ হবে।

এশিয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।

মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে বৈশাখী পরিবহনের গাড়িটিতে উঠেছিলেন বোনের বাড়ি বেড়াতে যাবেন বলে।

বোন তুহিন সুলতানা থাকেন সাভারের শাহীবাগে।

রোববার দুপুরেও তুহিন জানতেন ছোটভাই আরিফ আসছে তার বাসায় বেড়াতে। কিন্তু বেলা গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরও ভাইয়ের দেখা মিলল না। এরই মধ্যে টেলিভিশনে খবর পেলেন বৈশাখী পরিবহনের একটি বাস তুরাগ নদীতে পড়ে ডুবে গেছে, যে পরিবহনের বাসে চড়ে তার ভাইয়ের আসার কথা। অমনি পাগলের মতো ছুটে এলেন নদীর পাড়ে, ঘটনাস্থলে।

ভাইয়ের জন্য সেই যে আহাজারির শুরু, গভীর রাতেও তা থামেনি।

থামবেই-বা কেমন করে? সহোদর বলে কথা।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।