ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমিনবাজার ট্রাজেডি: থেরাপি নিয়ে বাড়ি ফেরা হলো না মুজিবুরের

হাসান জামিল শিশির, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

সালেহপুর ব্রিজ থেকে: মুজিবুর রহমান বিশ্বাস। সাভারের বাসিন্দা।

বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

প্রতি সপ্তাহেই মহাখালী ক্যান্সার হাসপাতালে গিয়ে থেরাপি নিতে হতো মুজিবুর রহমান বিশ্বাসকে। আর সবসময়ই যাতায়াত করতেন বৈশাখী পরিবহনের বাসে।

রোববারও সেই থেরাপি নিয়ে ফিরছিলেন তিনি। কিন্তু এ যাত্রায় তার আর বাড়ি ফেরা হলো না। মর্মান্তিক দুর্ঘটনা তাকে কেড়ে নিল।

তার খোঁজে এসে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেল শ্যালক খন্দকার লুৎফুর রহমানকে।

তিনি বাংলানিউজকে বলেন, ‘চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে চেয়ে ছিলেন। কিন্তু সেই চিকিৎসা নিতে এসেই চলে গেলেন তিনি। ’

দুপুর থেকে ভগ্নিপতির কোনও খোঁজ না পাওয়া আর বৈশাখী পরিবহনের বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নিজেকেই যেন বারবার হারিয়ে ফেলছিলেন খন্দকার লুৎফুর রহমান।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।