ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগ নদীতে বাসডুবি : ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্যোনার স্থাপনের কাজ চলছে

শরিফুল ইসলাম, হাসান জামিল শিশির, জাহিদ রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
তুরাগ নদীতে বাসডুবি : ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্যোনার স্থাপনের কাজ চলছে

সালেহপুর ব্রিজ : সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাস ও নিখোঁজ যাত্রীদের উদ্ধার কর্মকাণ্ড পরিদর্শনের জন্য রাত সাড়ে বারোটায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে উদ্ধার কাজের জন্য চট্টগ্রাম থেকে স্যোনার (সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং) যন্ত্র এসে পৌঁছেছে।



উদ্ধার বিশেষজ্ঞরা যন্ত্রটি স্থাপন করছেন।

দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানিয়েছেন, স্যোনার স্থাপন করতে অন্তত এক ঘণ্টা সময় লাগবে।

উদ্ধারকারী দল, স্বজনহারা আর উৎসুক হাজারো মানুষ অপেক্ষার প্রহর গুনছেন।

দমকল বাহিনীর মহাপরিচালক বাংলানিউজকে বলেছেন, ‘স্যোনার চালু করা হলে আশা করি দ্রুত বাসটির সন্ধান পাবো। ’

বাংলাদেশ সময় : ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।