ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধের বিচারে প্রয়োজনীয় সবকিছুই সরবরাহ করা হবে: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: ‘৭১-এর মানবতাবিরোধী কাজ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যদের চাহিদা অনুযায়ী সহায়ক সব কিছু সরবরাহ করবে সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ একথা বলেন।



মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের বিচার অনুষ্ঠানের জন্য তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের জন্য প্রয়োজনীয় গাড়ি ও জনবল নিয়োগের বিষয়টি সরকার নিশ্চিত করবে। প্রয়োজন হলে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ‘

তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের জন্য তিনটি গাড়ি আজ মঙ্গলবার বরাদ্দ দেওয়া হয়েছে বলেও আইনমন্ত্রী জানান।

সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক সেমিনারে যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন সংশোধনের সুপারিশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেমিনারটি জামায়াত তাদের স্বার্থরক্ষার জন্য আয়োজন করে। সরকার আগেই আইনটি পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনী এনেছে।

‘আইনটি আন্তর্জাতিক মানের’ উল্লেখ করে ব্যারিস্টার শফিক আহমেদ আরো বলেন, এই আইনেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০১০
জিল/এসএফ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।