ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা বিএল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩

শেখ হেদায়েতুলাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

খুলনা: মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজে  রোববার দুপুরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



বর্তমানে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড়ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, কলেজের দর্শন প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা সোহেল তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলেন। এসময় ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা ডলারের বন্ধুরা মেয়েটিকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন। সোহেল এর প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা ডলার ঘটনাস্থলে পৌঁছে তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।

একপর্যায়ে উভয় প সংঘর্ষে জড়িয়ে পড়লে সোহেল, ডলার ও শামীম নামের তিনজন আহত হন।

ক্যাম্পাসে দায়িত্বরত দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।