ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

শেখ হেদায়েতুলাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

খুলনা: যুদ্ধাপরাধের অভিযোগে মহাজোটের শরিক জাতীয় পার্টির খুলনা মহানগর শাখার সহ-সভাপতি তকিবুর রহমান তকিম ও তার সহযোগী মকবুল শেখের নামে মামলা হয়েছে।

বটিয়াঘাটার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদারের ছেলে মো. আব্দুল হান্নান শিকদার রোববার বিকেলে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা বেগমের আদালতে এ মামলা করেন।



অভিযোগ আমলে নিয়ে বটিয়াঘাটা থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদারকে হত্যার উদ্দেশ্যে রাজাকার বাহিনী নিয়ে তকিম ও মকবুল ১৯৭১ সালের ৭ মে সকাল ৭ টার দিকে তার বাড়িতে যায়। ছাত্তার শিকদারকে না পেয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা।

এরপর তারা মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী খুলনার পশ্চিম বানিয়াখামার এলাকার কাউছার মোল্লাকে তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গুলি করে হত্যা করে বধ্যভূমিতে ফেলে দেয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।