ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগে বাসডুবিতে ছাত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ জাবি ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

সাভার: সাভারের আমিনবাজারের কাছে তুরাগ নদীতে বাসডুবিতে মেধাবী ছাত্রী মনোয়ারা খাতুন তারার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মনোয়ারা খাতুন তারা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২য় বর্ষের ছাত্রী ।

তার বাবার নাম আব্দুল হাকিম। তিনি পেশায় ব্যবসায়ী। তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তারা। থাকতেন রাজধানীর মহাখালীতে।
 
দুপুরে দুর্ঘটনার পরপরই ভেসে ওঠা মনোয়ারা খাতুন তারাকে গুরুতর অবস্থায় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কান্নায় ভেঙ্গে পড়েন সতীর্থরা।

মনোয়ারা খাতুন তারার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

কর্তৃপরে অনুমতি নিয়ে তারার মরদেহ হাসপাতাল কর্তৃপ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad