ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাতাদের কাছে দেড় লাখ কোটি টাকার সহযোগিতা চাইলো পিডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: ২০১৫ সাল নাগাদ বিদ্যুৎ খাতের উন্নয়নে এক লাখ ৪৪ হাজার ৯শ` কোটি টাকার সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিভিন্ন দাতা সংস্থার কাছে এ সহযোগিতা চাওয়া হয়েছে।



রোববার বিকালে মতিঝিলের ওয়াপদা ভবনে বিদ্যুৎ খাতের উন্নয়ন নিয়ে দাতাদের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।

পিডিবি’র চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বাংলানিউজকে বলেন, ‘বিদ্যুৎ খাতের উন্নয়নে অনেক টাকা প্রয়োজন। এজন্য দাতাদের কাছে ২০১৫ সাল নাগাদ বিদ্যুৎ খাতে আমাদের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছি। ’

বৈঠকে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাতাদের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা, সিডা, ইউরোপিয়ান কমিশন, জিটিজেড, ইউএসএইড, ইউএনডিপিসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে বিদ্যুৎ খাতের পরিকল্পনা উপস্থাপন করেন পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির।

বৈঠকের একটি সূত্র জানায়, প্রাইভেট ও পাবলিক খাতে উৎপাদন বাড়ানো, সঞ্চালন লাইন স্থাপন, দক্ষতা বাড়ানোসহ সামগ্রিক উন্নয়নে ১ লাখ ৪৪ হাজার ৯ শ’ কোটি টাকা বা ২০ হাজার ৭শ’ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা চাওয়া হয়েছে।

দাতারা এ ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন বলে সূত্র জানায়।    

বাংলাদেশ সময়: ২০৪২, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad