ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ বছরে গৃহে কর্মরত দেড় শতাধিক শিশু নির্যাতনে মারা গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: গত তিন বছরে (২০০৭-২০১০) সারাদেশে গৃহে কর্মরত ১৫৪ শিশু নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। আর নির্যাতনের পর বেঁচে গেছে এমন শিশুর সংখ্যা ১৮৭।

পরিসংখ্যানটি বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে নেওয়া।

রোববার রাজধানীর নগর ভবনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

‘গৃহকর্মেরত শিশুদের সুরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা।

সভায় রাজধানীর ৪৯, ১২, ৫০, ৫১, ৪২ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলররা তাদের এলাকায় আসক’র সহযোগিতায় গৃহকর্মে নিয়োজিত শিশুদের তথ্য সংগ্রহের ফলাফল নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

সভায় বলা হয়, ২০০৩ সালের আইএলও’র তথ্যমতে বাংলাদেশে ৭৪ লাখ শিশু শ্রমিক রয়েছে। এর মধ্যে ৭৭ শতাংশ অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত। এর অধিকাংশই গৃহকর্মে নিয়োজিত। আর ২০০৬ সালে চার লাখ শিশু বাসাবাড়ির কাজে নিয়োজিত ছিল। এর মধ্যে শুধু রাজধানীতেই কাজ করছে এক লাখ ৩২ হাজার শিশু।

সভায় বক্তারা বলেন, মেয়র সহযোগিতার হাত বাড়ালে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে গৃহকর্মীর হিসাব নেওয়া যাবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এ তথ্য সংগ্রহ করে রাখবেন। এর ফলে গৃহকর্মীদের ওপর নির্যাতন কমে আসবে।

এছাড়া শিশুদের গৃহকর্মে নিয়োজিত করার আগে সংশ্লিষ্ট ওয়ার্ডে নিবন্ধন বা রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করারও দাবি উঠে আসে আলোচনায়।

সভার প্রধান অতিথি সিটি মেয়র সাদেক হোসেন খোকা জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে আসক’র কাজে শতভাগ সহযোগিতা করা হবে।

এ সংক্রান্ত সকল ব্যয় সিটি করপোরেশনের পক্ষ থেকে বহনেরও আশ্বাস দেন তিনি। বিষয়টি নিয়ে ওয়ার্ড কাউন্সিলরদের কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মেয়র।

আসক’র নির্বাহী পরিচালক সুলতানা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক সমন্বয়ক শাহিদা বেগম, ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন আসক’র শিশু অধিকার ইউনিটের উপপরিচালক গীতা চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।