ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বজ্রপাতে যান্ত্রিক ত্রুটি: বঙ্গবন্ধু সেতুর টোল কার্যক্রম ব্যাহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১০

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর দুই পাশে টোল প্লাজার কোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও কম্পিউটার বিকল হওয়ায় মঙ্গলবার সকালে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ম্যানুয়াল পদ্ধতিতে টোল কার্যক্রম চালু করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।



বিবিএসও’র সুপারভাইজার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ শাহজাহান আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বজ্রপাতে বিদ্যুতের সার্কিট পুড়ে যাওয়ায় সেতুর সিসি ক্যামেরা ও টোল টোল-বুথের কম্পিউটারগুলি অকার্যকর হয়ে পড়ে। ফলে ভোর সাড়ে ৫ টা থেকে ৭ টা পর্যন্ত টানা ২ ঘন্টা উভয়প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে। পরে সেতুর রনাবেনে নিয়োজিত বঙ্গবন্ধু ব্রিজ স্পেশাল অর্গানাইজেশনের (বিবিএসও) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জাকির হোসেন সেতুর পূর্বপাড়ের টোল প্লাজায় উপস্থিত হয়ে সাময়িকভাবে ম্যানুয়েল পদ্ধতিতে টোল কার্যক্রম চালুর নির্দেশ দেন।

শাহজাহান আলী আরো জানান, আপাতত ম্যানুয়েল পদ্ধতিতেই টোল কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যুতের সার্কিট মেরামতের পর কোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটার নেটওর্য়াক চালুর হলে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময় ১৫০৯ ঘণ্টা, ২৯ জুন ২০১০
প্রতিনিধি/এএইচএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।