ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কার্বন নিঃসরণ কমানোর দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: বিশ্বব্যাপী ১০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর দাবিতে রোববার জাতীয় প্রেসকাবের সামনে নাগরিক সমাবেশ করেছে পরিবেশবাদী এনজিওগুলো।

সকাল ১১টায় সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিরোধী প্রচার (বিসিসিসি)।



সমাবেশে বাপার যুগ্ম সম্পাদক মেহের বিশ্বাস বিশ্বের সব দেশে কার্বন নিঃসরণ শতকরা ১০ ভাগ কমানো, জৈব-জ্বালানি হ্রাস, সৌর শক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের মাত্রা ৩৯২ পার্ট পার মিলিয়ন (পিপিএম) থেকে ৩৫০ পিপিএমে নামিয়ে আনার জন্য ৩৫০.ঙজএ  নামের একটি আন্তর্জাতিক সংস্থা ১০/১০/১০ তারিখে বিশ্বজুড়ে পরিবেশ বিষয়ক কর্মসূচি পালনের আহ্বান জানায়।

এ আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে সমাবেশটির আয়োজন করে বাপা ও বিসিসিসি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিসিসিসির যুগ্মসম্পাদক আলমগীর কবীর, সিএটিএস`র নির্বাহী পরিচালক জাহেদুর রহমান, সিএডিএসের নির্বাহী পরিচালক হাসান ইউসুফ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।