ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় উপকূলীয় দুর্গতদের বাঁচানোর দাবিতে নাগরিক সমাবেশ

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

খুলনা: খুলনায় রোববার সকালে শহীদ হাদিস পার্কে আইলাদুর্গত জনসাধারণসহ উপকূলীয় জনগণকে  বাঁচানোর দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খুলনার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ১০ দফা দাবির সমর্থনে  সমাবেশটিতে  অংশ নেন।



রোববার সকাল ১০টা ১০ মিনিটে “কার্বন নির্গমন কমাও, দুর্গতদের তিপূরণ দাও: জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থামাও” শীর্ষক এক নাগরিক সমাবেশ শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)-এ সমাবেশের আয়োজন করে।  

রোববার পৃথিবীর ১শ ৮৮টি দেশের মতো বাংলাদেশেও এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের দরিদ্র জনসাধারণ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। উপকূলীয় অঞ্চলে বার বার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও আবহাওয়ার অনিয়মিত পরিবর্তনের ফলে কৃষক, শ্রমজীবী, বনজীবীসহ প্রাকৃতিক সম্পদনির্ভর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

তারা বলেন, প্রতিবছর কমপক্ষে ২ লক্ষ মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে বড় বড় শহরগুলো ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোতে অভিবাসনে বাধ্য হচ্ছে।
বক্তারা বলেন, ইন্টার-গর্ভমেন্টাল প্যানেল অন কাইমেট চেঞ্জ (আইপিসিসি)-র আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের স্ফীতির ফলে আগামী ২০৫০ সাল নাগাদ উপকূলীয় অঞ্চলের কমপক্ষে ১৭ ভাগ এলাকা লোনাপানিতে তলিয়ে যাবে এবং প্রায় ২ কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। শিল্পোন্নত দেশগুলোর কারণে আমরা এই হুমকির মুখে পড়েছি। সুতরাং, এ বিপর্যয় থামানোর জন্য তাদেরকেই উদ্যোগ নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, সংস্কৃতি ও শিক্ষা চর্চা কেন্দ্রের হুমায়ুন কবির ববি, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক ড. সালেক উজ জামান, মাহফুজুর রহমান মুকুল বেলা প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বজুড়ে জলবায়ু ন্যায্যতার জন্য ১০টি দাবিকে সামনে নিয়ে রোববার ৩৫০ ডট ওআরজি, আভাজ, টিকটিকটিক, অক্সফ্যাম-জিবিসহ হাজার হাজার সংগঠনের উদ্যোগে সারা পৃথিবীর ১৮৮টি দেশে ৭০০০-এরও বেশি কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশের ক্ষেত্রে দাবিগুলো হলো- (১) কার্বন নির্গমন কমাও (২) দুর্গতদের ক্ষতিপূরণ দাও (৩) পরিবেশবান্ধব প্রযুক্তি দাও (৪) নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা দাও (৫) অতিরিক্ত গাড়ি ব্যবহার বন্ধ করো (৬) জীবাস্ম জ্বালানি ব্যবহার কমাও (৭) ভোগ হার হ্রাস করো (৮) দরিদ্র দেশে বর্জ্য প্রেরণ বন্ধ করো (৯) জলবায়ু উদ্বাস্তুদের উন্নত দেশে অভিবাসনের অধিকার দাও (১০) আর আলোচনা নয়, এখন কাজ করো।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ