ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদাবাজির সময় ২ যুবককে ধরে পুলিশে দিলেন মসিক মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
চাঁদাবাজির সময় ২ যুবককে ধরে পুলিশে দিলেন মসিক মেয়র

ময়মনসিংহ: যাত্রীবাহী সিএনজি থেকে অবৈধ চাঁদা আদায়কালে দুই যুবককে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। এতে ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই চাঁদাবাজদের আটক করা হয়।  

আটক যুবকেরা হলেন- সদর উপজেলার পাটগ্রাম এলাকার মো. আব্দুর রহমান অপু (২৩) এবং মো. শাওন আহমেদ (২১)।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব।  

তিনি জানান, বিকেলে শম্ভুগঞ্জ থেকে ফেরার পথে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু ব্রহ্মপুত্র সেতুর পাশে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ একটি চক্র সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতে দেখেন। এ সময় তিনি তার গ্যানম্যান মো. নাঈমুর রহমান ও সহকারী মো. সিরাজুল ইসলামকে চাঁদাবাজদের ধরতে নির্দেশ দেন।  

পরে তারা দুই চাঁদাবাজকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় মসিক মেয়র সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।   

প্রসঙ্গত, নগরীতে চলাচলকারী সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে বিগত কিছুদিন ধরে সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভুক্তভোগী ও সচেতন মহলে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।