ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জবিতে ভর্তির আবেদনের সময় ২ দিন বাড়লো

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তি সময় দুই দিন বাড়ানো হয়েছে। মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রথম বারের মত ভর্তির আবেদন শুরু করায় শিক্ষার্থীদের সুবিধার্থে এসময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



রোববার রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।

রোববার শেষ দিন দুপুর একটা পর্যন্ত ৯৩ হাজার আবেদন জমা পড়েছে। যা গতবারের তুলনায় কম।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদওজ্জামান বাংলানিউজকে জানান, নতুন পদ্ধতিতে আবেদন এবং  বিভাগ পরিবর্তনের জন্য প্রত্যেক শিক্ষার্থী সব ইউনিটেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এই বিষয়টি আরও বেশি নজরে আনতে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।

প্রতি ইউনিটে অন্য শাখার আবেদনকারীদের জন্য ভর্তি পরীক্ষায় আলাদা প্রশ্নের উত্তর দিতে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।