ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় ৬৫ গ্রামীণ ডাকঘরে কর্মবিরতি

রূপক আইচ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
মাগুরায় ৬৫ গ্রামীণ ডাকঘরে কর্মবিরতি

মাগুরা: মাগুরায় রোববার সকাল থেকে ৬৫ গ্রামীণ ডাকঘরের ২ শতাধিক কর্মচারী ১২ দিনের কর্মবিরতি শুরু করেছে।

এছাড়া তারা সকাল রোববার সকাল ১১টায় মাগুরা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেছে।

    

মাসিক সম্মানী বৃদ্ধি, উৎসব ভাতা চালুসহ ৭ দফা দাবি আদায়ে তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।

ডাক কর্মচারী সূত্র জানায়, ডাক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে রোববার সকাল ১১টায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহকারে শহর প্রদক্ষিণ করেন। এরপর মাগুরা প্রধান ডাকঘরের সামনে জেলা পোস্টাল এক্সট্রা ডিপার্টমেন্টাল-ইডি কর্মচারী ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।

এ বিষয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাংলানিউজকে জানান, ‘গ্রামাঞ্চলের ডাকঘরের কর্মচারীরা মাসিক সম্মানী হিসেবে মাত্র ১ হাজার ৫০ টাকা পান। এ টাকায় সংসার চলে না। ফলে ডাক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। ’

তিনি বলেন, ‘ডাক-কর্মচারীদের কোনো উৎসব ভাতা পর্যন্ত নেই। সে কারণে মাসিক সম্মানী ১ হাজার ৫০ টাকার বদলে কমপক্ষে ৪ হাজার ১শ টাকায় উন্নীত করাসহ দুটি উৎসব ভাতা চালু, নির্ধারিত পোশাক, আনুষঙ্গিক খরচ ১০ টাকার স্থলে ১শ টাকা করার দাবিতে আমরা এ কর্মসূচি পালন করছি। ’

তিনি আরো বলেন, ‘দাবি মানা না হলে ২১ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে। তারপরও আমাদের দাবি বাস্তবায়িত না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।