ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু

মোর্শেদ শাহরিয়ার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

নরসিংদী: প্রায় ছয় মাস বন্ধ থাকার পর নরসিংদীর পলাশ ইউরিয়া সার কারখানায় রোববার থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে গত ১ এপ্রিল থেকে পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ ছিল।



সার কারখানার এমডি বজলুর রহমান খান বাংলানিউজকে জানান, ৩০৫ টন উৎপাদন মতা সম্পন্ন পলাশ ইউরিয়ার সার কারখানায় রোববার থেকে ২৮০ টন সার উৎপাদন হচ্ছে।

দুপুরে সার কারখানার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এসময় তিনি বলেন, ‘ আওয়ামী লীগ সরকার খুব সহজে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। ’

পরে সার কারখানার প্রঙ্গণে সিবিএ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে  আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক, সার কারখানার এমডি বজলুর রহমান খান, পলাশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়ঢ়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।