ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাবিতে ছাত্রদল-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

রাজশাহী: নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করতে গেলে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় ছাত্রদলের পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে উত্তেজনা দেখা দিয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি সকালে বিক্ষোভ করেছে। সকাল ১১টায় বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরীর ভুবন মোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।