ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিশুর চোখে বেত্রাঘাত, অভিযুক্ত শিক্ষককে বদলি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, আগস্ট ২১, ২০২৩
শিশুর চোখে বেত্রাঘাত, অভিযুক্ত শিক্ষককে বদলি  অভিযুক্ত প্রধান শিক্ষক মোর্শেদা আক্তার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিশুর চোখে বেত্রাঘাত করার অভিযোগে অভিযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা আক্তারকে অন্যত্র বদলি করা হয়েছে।

রোববার (২০ আগস্ট)  হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলানা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই শিক্ষককে বদলি করা হয়।

আদেশে তাকে বর্তমান কর্মস্থল বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভান্ডারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়।

এতে বলা হয়েছে, শিশুকে রক্তাক্ত জখম করার কারণে এলাকায় সৃষ্ট অস্থিতিশীল পরিবেশ শান্ত করার জন্য তাকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হলো।

জানা গেছে, গত ১৬ আগস্ট সকালে বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে দুষ্টুমি করছিল বানিয়াপাড়া গ্রামের কালন মিয়ার ছেলে মেহেদী হাসান (৪)। এ সময় প্রধান শিক্ষক মুর্শেদা আক্তার ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে বেত ছুড়ে মারলে শিশুটির চোখে আঘাত লাগে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ