ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
নড়াইলে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১৬ তম মৃত্যুবার্ষিকী রোববার পালিত হয়েছে।   এ উপলক্ষে নড়াইলে জেলা প্রশাসন ও  এসএম সুলতান ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।



কর্মসূচির মধ্যে ছিল সকালে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত।

সুলতান-প্রতিষ্ঠিত শিশুস্বর্গে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার রকিবুল বারী। বক্তব্য রাখেন সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, শিক্ষাবিদ বিজন কুমার সাহা, সুলতান আর্ট কলেজের অধ্য প্রফেসর অশোক কুমার শীল, নড়াইল প্রেসকাবের সাধারন সম্পাদক এনামুল কবীর টুকু প্রমুখ।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, মিলাদ মাহফিল, শিশু শিল্পীদের চিত্রাংকণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

বাংলাদেশ সময়:১২৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad