ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় মেঘনার পার ভেঙ্গে বৃদ্ধা নিখোঁজ

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ভোলা:  দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় পার ভেঙ্গে মেঘনায় পড়ে গিয়ে এক নারী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নদী থেকে ২ নারীকে জীবীত উদ্ধার করা হয়েছে।



মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, রোববার সকালে উপজেলার হাজিরপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় মেঘনার পারে শামসুন্নাহার (৭০), সালমা (৬৫) ও রেহানা (৩৫) নামে স্থানীয় ৩ নারী লাকড়ি কুড়োচ্ছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ করে ওই ৩ জনসহ পারের বিশাল একটি অংশ ধসে নদীগর্ভে পড়ে যায়।

শব্দ শুনে এলকাবাসী দৌড়ে এসে সালমা ও রেহানাকে নদী থেকে উদ্ধার করলেও শামসুন্নাহারের কোনও খোঁজ পাওয়া যায়নি।

ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধার সলিল সমাধি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।