ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

২৩ বছর পালিয়েও হলো না রক্ষা, কারাগারে বৃদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, আগস্ট ২০, ২০২৩
২৩ বছর পালিয়েও হলো না রক্ষা, কারাগারে বৃদ্ধ

গাইবান্ধা: ২৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বুদা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা থেকে বুদাকে গ্রেপ্তার করা হয়।  

বুদা মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মাহাবুব আলম বলেন, সাদুল্লাপুর থানা জিআর নং-৬৮২/৯৬, এসসি নং-২৩/৯৯ মামলায় আসামি বুদা প্রামাণিক। ওই মামলার রায়ে তাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর থেকে আসামি দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।