ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে জুগিয়া গ্রামে শনিবার দুই পক্ষের সংঘর্ষে আরও একজন মারা গেছেন।

নিহত ব্যক্তির নাম ইশারত আলী (৫৫)।

রোববার সকাল ৯টায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া শহরতলীর জুগিয়া গ্রামের ক্যানেলপাড়ায় ওই সংঘর্ষে নিহত হন গ্যাদন ফকির (৬০)। সংঘর্ষের সময় উভয়পরে কমপে ১০ জন আহত হন।

ইশারত আলী মারা যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় নিহত গ্যাদন ফকিরের ছেলে রমজান আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকায় উত্তেজনা বিরাজ করার পরিপ্রেক্ষিতে সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।