ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরের জাজিরায় ১০ টি বোমা উদ্ধার

মনির হোসেন সাজিদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

শরীয়তপুর: রোববার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বোমাগুলো জাজিরা থানায় হস্তান্তর করার পর নিস্ক্রিয় করার জন্য বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।



র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাইট লেফটেন্যান্ট এম শামীম সরকারের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল সকাল ৯টায় জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মান্নান চৌকিদারের বাড়ির পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফাইট লেফটেন্যান্ট শামীম বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর লক্ষে কোনও একটি প বোমাগুলো সংগ্রহ করেছিল।

তিনি জানান, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।