ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়লেন নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, আগস্ট ১৮, ২০২৩
হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়লেন নারী

ঢাকা: রাজধানীর হাতিরঝিলের মাঝামাঝি স্থানে একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন একজন নারী। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর ফায়ার সার্ভিসের সদস্যরা কথা বলে তাকে নিচে নামিয়ে আনে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে তাকে দেখতে প্রচুর ভিড় হয়। অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও কোনো সাড়া দেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা জানান, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনে। পরে ওই নারীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

জানা গেছে, এই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হওয়ার তার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।