ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাবা হারালেন বাংলানিউজের ওমর ফারুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, আগস্ট ১৭, ২০২৩
বাবা হারালেন বাংলানিউজের ওমর ফারুক

নড়াইল: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নড়াইল করেসপন্ডেন্টের বাবা রুহুল আমিন ওরফে বকুল (৭৬) ইন্তেকাল করেছেন।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ওমর ফারুক জানান, তার বাবা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  

তিনি আরও বাদ আসর জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ির কবরস্থানে মায়ের কবরের পাশেই তার বাবাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান রেখে গেছেন।  

রুহুল আমিন ওরফে বকুলের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলানিউজের এডিটর জুয়েল মাজহার। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।