ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদরাসার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান সরদার (১৭) ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। গুরুতর জখম তার ভাই ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন।

তিনি বলেন, রায়হান ও ইমরানের সঙ্গে তার চাচা করিম সরদারের বাড়ির মাঝখানে এক হাত জমি নিয়ে বিরোধ হয়। রায়হান ও ইমরান চাচা করিমের জমির মধ্যে আরও এক হাত পাবে দাবি করে সুপারি গাছের চারা রোপণ করতে যায়। কিন্তু চাচা করিম ও তার ছেলে ইয়াসিন জমি পাবে না দাবি করে বেড়া দিতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি নিয়ে রায়হান ও ইমরানকে কুপিয়ে জখম করে।

দেলোয়ার বলেন, রায়হানের ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গুরুতর জখম ইমরানকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়।

ঘটনার পর চাচাতো ভাই ইয়াসিন ও চাচা করিমসহ পরিবারের সবাই পালিয়ে গেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাড়ির সীমানা গাছ রোপণ ও বেড়া দেওয়া নিয়ে বিবাদে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। হামলাকারীরা পালিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত রায়হানের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।