ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ১৫, ২০২৩
চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার

নীলফামারী : বাবা শামসুল হক পেশায় একজন চায়ের দোকানদার। নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাইল্যার মোড় এলাকার টেকনিক্যাল স্কুলের সামনে ছোট একটা ভাঙ্গাচোরা চায়ের দোকান তার।

এখান থেকে যা আয় হয় সেটা দিয়েই চলে সংসার। এরমধ্যে তার মেজ ছেলে মারুফ হোসেন সদ্য ঘোষিত ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

শামসুল হক সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। স্কুলের সামনে তার দোকান। তার ছেলের এই অর্জনে মহাখুশি তিনি। খুশি এলাকার মানুষও।

খেয়ে না খেয়ে লেখাপড়া করেছেন মারুফ হোসেন। এই পথ পাড়ি দিতে পরিবারটিকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে।

বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার মারূফ হোসেনের এই সাফল্যে খুশি হয়েছেন। তিনি বলেন, আমাদের ইউনিয়নের গর্ব মারুফ হোসেন। তার আগামী দিন আরও উজ্জ্বল হোক সেই প্রত্যাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।