ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, আগস্ট ১৫, ২০২৩
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

সোমবার (১৪ আগস্ট) ছয়টা থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে পাঁচ হাজার ৭৫১টি ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি ৩৭৫ গ্রাম ও ২৫০ পুরিয়া গাঁজা, ১০৯ গ্রাম ২৮০ পুরিয়া হেরোইন, ৮৪ বোতল ফেনসিডিল ও ১০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।