ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, আগস্ট ১৩, ২০২৩
দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদ রানা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত মাসুদ দিনাজপুর সদর উপজেলার আটোর গ্রামের বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা থেকে দিনাজপুরে আসছিলেন বলে জানা গেছে।  

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. বোরহান-উল সিদ্দিকী জানান, নিহত মাসুদ ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুরে এসেছিলেন। এর আগে ১০ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই হাসপাতালে মোহাম্মদ রাকিব নামে এক যুবকে মৃত্যু হয়েছে। তিনিও ঢাকা ফেরত।  

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার (১২ আগস্ট) পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৪৮ জন। চিকিৎসা শেষে ফেরত গেছেন ৩০৫ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ