ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের লাঠির আঘাতে অটোরিকশা চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: রাজধানীতে পুলিশের লাঠির আঘাতে মারা গেছেন একজন সিএনজি অটোরিকশা চালক। তার নাম বাবর আলী ওরফে বাবু (৪০)।



রমনা থানার পুলিশ জানায়, থানার নয়াটোলা এলাকার একটি মাঠে গল্প করার সময় রাত সাড়ে ১১টায় পুলিশ বাবুকে আটক করে। পরে থানায় নেওয়ার সময় তিনি গাড়ি থেকে লাফিয়ে পরে পালানোর চেষ্টা করেন। এ সময় পিছু ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে বাবু মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে।

পুলিশ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশ স্থানীয় সময় : ১২০৯ ঘণ্টা, জুন ২৯, ২০১০
এসআরআর/এজে/জেডএইচএস/এসএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।