ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উখিয়া সীমান্ত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
উখিয়া সীমান্ত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকা থেকে এক কেজি ৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে পালংখালী সীমান্ত দিয়ে ক্রিস্টাল মেথ আইসের বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবির বালুখালী বিওপির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সরোয়ারের চিংড়ির ঘেরে কৌশলগত অবস্থান নেন বিজিবি সদস্যরা। এক পর্যায়ে কয়েকজন মাদকপাচারকারী হেঁটে আসার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক কেজি ০৬২ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।